হোম খেলাধুলা শঙ্কামুক্ত রয়েছেন দুর্ঘটনায় আহত রিশাভ পন্থ
খেলার সংলাপ : 

ফুটবল তারকা পেলের বিদায়ের রাতে দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় ক্রিকেটার রিশাভ পন্থ। গাড়ি চালানোর সময়ে ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময়ে পন্থের গাড়িতে আগুন ধরে যায়। কৌশলে নিজেকে রক্ষা করলেও বেশ আঘাত পেয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পন্থ শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার সকালে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ও সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইট করে জানান, ‘রিশাভ পন্থের জন্য প্রার্থনা করবেন। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে। আশা করছি খুব দ্রুত সে সুস্থ হয়ে উঠবে।’

তবে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পন্থের চোটের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। উত্তরাখন্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার গণমাধ্যমে জানিয়েছেন, ‘মার্সিডিজ বেঞ্জ গাড়িটিতে পন্থ একাই ছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে রুরকির কাছে মোহাম্মেদপুর জট নামক স্থান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি ঘুমিয়ে পড়েন। তাতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়।’

বিভিন্ন মাধ্যম জানিয়েছে, গাড়িতে আগুন লাগার মুহূর্তে জানালার কাঁচ ভেঙে কৌশলে বেরিয়ে আসেন পন্থ। পরে তাঁকে উদ্ধার করে কাছাকাছি রুরকি সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় দেরাদুনের একটি হাসপাতালে। জানা গেছে, পন্থের মাথা, পিঠ এবং পায়ে চোট লেগেছে।

সম্প্রতি বাংলাদেশ সফরে ভারতীয় দলে ছিলেন তিনি। মিরপুর টেস্টে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংসও খেলেছেন পন্থ। বাংলাদেশ সিরিজ শেষে ভারতে গিয়ে নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল এই ক্রিকেটারের। পরে জাতীয় একাডেমিতে কাজ করার পরিকল্পনা ছিল। তার আগেই ঘটল এমন দুর্ঘটনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন