হোম খেলাধুলা ‘শক্তিশালী’ পা ছাড়াই রোনালদোর ৩০০ গোল

স্পোর্টস ডেস্ক:

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে বৃহস্পতিবার (৩ আগস্ট) মিশরের ক্লাব জামালেক স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। এ ম্যাচে অনন্য একটি রেকর্ড গড়েছেন পর্তুগিজ ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে ‘শক্তিশালী’ পা ছাড়াই ক্যারিয়ারে ৩০০ গোল করেছেন তিনি।

রোনালদোর ‘শক্তিশালী’ পা ডান দিকেরটি। ক্যারিয়ারে এই পায়েই বেশি গোল করেছেন তিনি। এই পা ছাড়া তার গোলের সংখ্যা হলো ৩০০। এই ৩০০ গোল এসেছে ডান পা, হেড ও অন্যান্য মিলিয়ে।

জামালেকের বিপক্ষে আল নাসরের ম্যাচের বাকি তখন মাত্র ৪ মিনিট। একটি গোল না পেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে আল নাসরের। এমন সময় ত্রাতা হয়ে আসেন ক্রিস্টিয়ানো। দুর্দান্ত হেডে জাল খুঁজে নিয়ে শুধু হারই এড়াননি, দলকে পাইয়ে দিয়েছেন কোয়ার্টার ফাইনালের টিকিটও।

এর আগে গোলশূন্য প্রথমার্ধ শেষে আল নাসরের বিপক্ষে ৪৯ মিনিটে পেনাল্টির আবেদন করে জামালেক। আবেদন করে পেনাল্টি পেয়েও যায় মিশরের ক্লাবটি। সেখান থেকে সফল স্পটকিকে জামালেককে লিড এনে দেন আহমেদ সায়েদ। তাতে চাপে পড়েন রোনালদোরা। কারণ কোয়ার্টার ফাইনালে যেতে হলে এ ম্যাচে কোনোভাবেই হারা চলবে না তাদের। জয় না হোক, শেষ আটে যেতে তাদের কমপক্ষে ১ পয়েন্ট তুলে নিতে হবে।

শেষ পর্যন্ত হতাশ করেননি রোনালদো। সাদিও মানের অভিষেক ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাই আল নাসরকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দেন। কোয়ার্টার ফাইনালে রোনালদোরা খেলবেন মরক্কোর ক্লাব রাজা অ্যাথলেটিকের বিপক্ষে। সৌদি আরবের সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে আগামী রোববার (৬ আগস্ট) দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন