হোম আন্তর্জাতিক লোহিত সাগরে এবার ইরানের যুদ্ধজাহাজ ‘আলবোর্জ’

লোহিত সাগরে এবার ইরানের যুদ্ধজাহাজ ‘আলবোর্জ’

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-হামাস যুদ্ধের জেরে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তেহরান-সমর্থিত বাহিনীর হামলা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই গুরুত্বপূর্ণ এই শিপিং রুটে ‘আলবোর্জ’ নামের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে।

আলবোর্জের মিশন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তাসনিম। তবে ইরানের যুদ্ধজাহাজগুলো ২০০৯ সাল থেকে জলদস্যুতা প্রতিরোধসহ অন্যান্য কাজের জন্য নিয়োজিত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আলবোর্জ যুদ্ধজাহাজটি বাব আল-মান্দাব প্রণালী হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। তবে কখন, কখন সেটি প্রবেশ করেছে, তা জানানো হয়নি। সামাজিক মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হয়েছে, ইরানের এই যুদ্ধজাহাজটি শনিবার (৩০ ডিসেম্বর) প্রবেশ করেছে। যদিও এমন দাবি যাচাই করা যায়নি।

রয়টার্স বলছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধরত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি নিজেদের সমর্থনের অংশ হিসেবে গেল নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।

এর ফলে বিশ্বের বেশ কিছু বড় শিপিং কোম্পানি সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার ‘কেপ অব গুড হোপ’র আশপাশের দীর্ঘ এবং অত্যধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্যসামগ্রী পরিবহন করা হয় সুয়েজ খালের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন