হোম ফিচার লোহাগড়া পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের শীর্ষ নেতা বহিষ্কার

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া আওযামীলীগের শীর্ষ নেতা ও বর্তমান পৌর মেয়র আশরাফুল আলমকে লোহাগড়া আওয়ামী লীগ থেকে সামযয়িক বহিষ্কার করা হয়েছে । ১৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলা আওয়ামী লীগের নেতারা লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। আশরাফুল আলম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি পদে দায়িত্বপালন করছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন তার বক্তব্যে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হাওয়ায় তাকে দল থেকে সামযয়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগকে সুপারিশ করা হযয়েছে। জেলা আওয়ামী লীগ তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগকে জানিয়েছে। নৌকা প্রতীকের বিপক্ষে কোনো নেতাকর্মী কাজ করলে তার বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম সাধারণ সম্পাদক সিহানুক রহমান ও সাজ্জাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বহিষ্কার বিষয়ে মোবাইলে ফোনে আশরাফুল আলম এর প্রতিক্রিয়া জানতে চানতে চাইলে তিনি বলেন, গতবারেও আমাকে নমিনেশন দেয়া হয়নি জনগন আমাকে সতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করে। আমি আশা করি এ বারেও জনগন আমাকে ভোট দেবে। বার বার পরিক্ষীত ত্যাগী নেতাদের বাদ দিয়ে জনবিছিন্ন লোকদের নৌকা প্রতিক দেয়া হচ্ছে। দলের জন্য জীবন যৌবন সব শেষ করেছি তার কোন মুল্য পাইনি। আমাকে ভালোবেসে ভোটারা আমার নির্বাচনে জামানতের টাকা জমা দিয়েছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন