হোম খুলনানড়াইল লোহাগড়া কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে

লোহাগড়া কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধা ৭ টার দিকে লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

এ ঘটনার পর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে লোহাগড়া উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতা-কর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব‍্যাপক উত্তেজনা বিরাজ করজে। পুলিশ সর্তক রয়েছে।

এ বিষয় জানতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারনে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানাতে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন, ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটির অপারেটর দু’জনকে ডাকা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন