হোম অন্যান্যসারাদেশ লোহাগড়ায় নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে যাওয়া শিশু হামিদার (৮) লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে আমডাঙ্গা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটি গোসল করতে গিয়ে নদীতে ডুবে নিখোজ হয়ে যায়। স্থানীয়রা জানান, হামিদা রাজপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে মায়ের সঙ্গে নানা বাড়ি আমডাঙ্গায় থাকত। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা জানান, লোহাগড়া ফায়ার সার্ভিসের সহায়তায় খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরিদল আনা হয়। পাঁচ সদস্যের ডুবরিদল আজ সকাল আটটা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টায় তাঁরা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। শিশু সন্তানের এই ভাবে অকালে চলে যাওয়ায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন