হোম খুলনানড়াইল লোহাগড়ায় চালককে কুপিয়ে ও হাত ভেঙে ইজিবাইক ছিনতাই

লোহাগড়ায় চালককে কুপিয়ে ও হাত ভেঙে ইজিবাইক ছিনতাই

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করে এবং হাত ভেঙে দিয়ে তার একমাত্র আয়ের উৎস ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত জানুয়ারি (রবিবার) সন্ধায় দিঘলিয়া তেলের পাম্প সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত চালকের নাম মো: দুলু শেখ (পিতামো: ছিরু শেখ), তিনি দিঘলীয়া নোয়াগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি লোহাগড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী এজাহার সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩টার দিকে দুলু শেখ তার ইজিবাইক নিয়ে লক্ষীপাশা স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় পূর্ব পরিচিত মো: রাকিব মন্ডল (২৮) নামে এক যুবক দিঘলিয়া যাওয়ার কথা বলে ৩০০ টাকায় ইজিবাইকটি ভাড়া করেন। পথে আরও চারজন যাত্রী (একজন নারীসহ) গাড়িতে ওঠেন।

গাড়িটি দিঘলিয়া তেলের পাম্পের দক্ষিণ পাশে পৌঁছালে রাকিব মন্ডল কৌশলে চালককে একটি কাঁচা রাস্তায় নিয়ে যান। সেখানে আগে থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকা জন সন্ত্রাসী ইজিবাইকটি থামিয়ে চালক দুলু শেখকে টেনেহিঁচড়ে নিচে নামায়।

অভিযোগে জানা যায়, সন্ত্রাসী রাকিব মন্ডলের হুকুমে আসামী আবু সাইদ দাও দিয়ে দুলু শেখকে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। কোপটি তার বাম পায়ের হাঁটুতে লেগে হাড়কাটা জখম হয়। আসামী মাহাবুর শেখ লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম হাতের হাড় ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। এসময় রোকেয়া বেগম ওরফে জান্নাত নামে এক নারী সহযোগীও তাকে ছুরিকাঘাত করেন। সন্ত্রাসীরা তার পকেটে থাকা ,০০০ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় দুলু শেখ বাদী হয়ে রাকিব মন্ডল, মুজিবর শেখ, আবু সাইদ, মাহাবুর শেখ রোকেয়া বেগমসহ অজ্ঞাত আরও জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগী দুলু শেখ বলেন, “আমি গরিব মানুষ, ইজিবাইক চালিয়েই আমার সংসার চলে। ওরা আমাকে মেরে পঙ্গু করে দিল আর আমার গাড়িটা নিয়ে গেল। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।#

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন