কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে পোল্ট্রি খামার স্থাপনে সরকারী নির্ধারিত নিয়ম- নীতির কোন তোয়াক্কা না থাকায় এখানে- সেখানে আর যত্র তত্র স্থাপন করা হচ্ছে লেয়ার কিংবা ব্রয়লার মুরগীর খামার। রাস্তার পাশে যেখানে লোকজন চলাচল করে এমন স্থান বেছে নিচ্ছে খামারীরা তাদের পোল্ট্রি শিল্পের জন্য।
শুধু তাই নয়, খামারের অনতিদূরে সড়কের পাশে এ সকল লেয়ার বা ব্রয়লার মুরগীর বিষ্টা ফেলে ফসলি জমির ক্ষতি সহ ক্ষতি করা হচ্ছে পরিবেশের। মুরগীর বিষ্টার উটকো গন্ধে লোকজন এখন বিভিন্ন রাস্তা পাড় হয় দম চেপে।
জেলার বিভিন্ন উপজেলাগুলোতে মুরগীর খামার সহ বড় বিষ্টার স্তূপ রয়েছে এখানে সেখানে। এ ছাড়া গ্রামের বিভিন্ন স্থানে মুরগীর বিষ্টার অসহনীয় গন্ধে মানুষ চর্ম রোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।