হোম ফিচার লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া সরকারকে ‘খেলতে দেয়া’ হবে না: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক :

বিএনপির সমাবেশে গণজমায়েত দেখে ভয়ে কর্মসূচি বানচালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোনো খেলা ক্ষমতাসীনদের খেলতে দেয়া হবে না। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ‘কোনো খেলা’ ক্ষমতাসীনদের বিএনপি খেলতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এদিকে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকেই ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গত কয়েকটি সমাবেশের মতো এই সভায়ও খালি রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চেয়ারও।

১০ ডিসেম্বরের পর শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেন, ২০২২ সাল হবে বর্তমান সরকারের পতনের সাল।

আঘাত এলে প্রতিরোধে বিএনপি প্রস্তুত এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হলে লাঠি-বাঁশ হাতে প্রতিহত করার নির্দেশ দেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ইভিএম কেনার টাকা হয়, কিন্তু বিদ্যুৎ কেনার টাকা সরকারের কাছে নেই। শেয়ারবাজার লুট, রিজার্ভ লুট সবকিছুর হিসাব সরকারকে দিতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন