জাতীয় ডেস্ক:
তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তবে এবার আর থাকছে না রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা। সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আর্কষণ। তবে সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ মে) বিকেলে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন লু।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে ডোনাল্ড লু’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, পরিবেশ ও জলবায়ু বিষয়ক অ্যাক্টিভিস্ট সোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নুর খান লিটন।
বৈঠকে উপস্থিত ডেইলি স্টার সম্পাদক এর আগে, ১/১১ এর সেনা সমর্থিত সরকারের পক্ষ নিয়ে এবং তাদের নির্দেশে খবর লিখে রাজনীতিবিদদের গ্রেফতারের পথ সুগম করার দায় নিয়ে ক্ষমা চেয়েছিলেন। মিথ্যা দুর্নীতির গল্প লিখেছিলেন উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, গোয়েন্দা সংস্থার সরবরাহ করা ‘ভুয়া খবর’ যাচাই না করেই প্রকাশ করেছিলেন।
অন্যদিকে পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, মুখে শ্রমিক অধিকারের কথা বললেও মূলত মার্কিন স্বার্থ নিয়ে কাজ করেন কল্পনা আক্তার। তিন দশক আগে ছিলেন পোশাক শ্রমিক। এখন এনজিও কর্তা হয়ে নিজের স্বার্থে ব্যবহার করছেন শ্রমিকদের আবেগকে। এক্ষেত্রে জলাঞ্জলি দিচ্ছেন দেশের স্বার্থ! তার এনজিও প্রতিষ্ঠানেরও অর্থায়ন হয় যুক্তরাষ্ট্র থেকে।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ডোনাল্ড লু। বিমানবন্দরে লু’কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দুই দফা ডোনাল্ড লু’র সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের চার মাস পর ফের ঢাকায় এলেন লু।