খেলাধূলা ডেস্ক :
১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে লিটন দাস সাজঘরে ফেরার পর অভিষেকটা রাঙাতে পারেননি তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনও। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন ঘরোয়া লিগে দুর্দান্ত খেলে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়। ভিক্টর নিয়াউচি-মাধেভেরের তোপে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান।
বিপর্যয়ের শুরু লিটন দাসকে দিয়ে। প্রথম ওভারে বেশ সাবলীল ছিলেন এ ব্যাটার। ৪ বলে তুলেছিলেন ৯ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলও বাউন্ডারি ছাড়া করলেন। তবে দ্বিতীয় বলেই কাটা পড়লেন। লিডিং-এজড হয়ে ভিক্টর নিয়াউচিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ ওপেনার। ৬ বলে লিটন করেছেন ১৩ রান।
ওপেনার মুনিম শাহরিয়ারের ধারাবাহিক ব্যর্থতায় দলে সুযোগ হয় তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের। ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে হার্ডহিটার তকমা পাওয়া ইমন আন্তর্জাতিক অভিষেকে টিকলেন ৬ বল, ২ রানের বেশি করতে পারেননি তিনি। তুলে মারতে গিয়ে নিয়াউচির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন।
ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছিলেন। তবে ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বিজয়। প্রথম টি-টোয়েন্টিতে ২৬ এবং দ্বিতীয়টিতে ১৬ রান করার পর আজ করতে পারলেন ১৩ বলে ১৪ রান। মাধেভেরের সাদামাটা একটা ডেলিভারিতে স্টাম্প হারালেন এনামুল হক।
এর আগে ‘অঘোষিত’ ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচেও আজ দাপট দেখিয়েছে স্পিনাররা। তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন জিম্বাবুয়ে ব্যাটার রায়ান বার্ল। নাসুমের এক ওভারেই তুলে নিয়েছেন ৩৪ রান! তবে বার্ল ঝড়ের পরও স্বাগতিকদের নাগালেই রেখেছে বাংলাদেশ। ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান।