হোম খেলাধুলা লিটনের অভিজ্ঞতাকে মূল্য দিতেই নতুন কাউকে নেয়নি বাংলাদেশ

লিটনের অভিজ্ঞতাকে মূল্য দিতেই নতুন কাউকে নেয়নি বাংলাদেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

গত বছর থেকেই বাজে সময় পার করছেন লিটন দাস। গত বছর তবু কিছু রান পেয়েছিলেন, কিন্তু চলতি বছর দৃষ্টিকটুভাবে আউট হওয়াটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন লিটন। বাজে ফর্মের কারণে এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ওয়ানডে দল থেকে বাদও পড়েছিলেন তিনি। তবে লিটনকে ফর্মে ফেরাতে একের পর এক সুযোগ দিয়েই যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে সিরিজে বাজে পারফরম্যান্সের পরও লিটনকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে।

লিটন দাস যেন এক ধাঁধার নাম। দেশের সবচেয়ে স্ট্যাইলিশ ব্যাটার হিসেবে খ্যাতি তার। সন্দেহ নেই তার প্রতিভা নিয়েও। কিন্তু রান করতে না পারলে শৈল্পিক ব্যাটিংয়ের দামই বা কী, আর প্রতিভারই বা কী মূল্য! একের পর এক বাজে খেলেই চলেছেন লিটন। ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টিতেও রান করতে ভুলে গেছেন তিনি।

অথচ গত দুই বছরে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান লিটনের। দল থেকে বাদ পড়তে পড়তেও তাই নানা সমীকরণে বেঁচে যান তিনি। জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার জেরে বিশ্রামের অজুহাতে একাদশ থেকে বাদ দেওয়া হয় লিটনকে। কিন্তু বিশ্বকাপের দল থেকে কি চাইলেই বাদ দেওয়া সম্ভব তাকে!

সম্ভব হয়ও-নি। নানা সমীকরণ পেছনে ফেলে টাইগারদের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন লিটন। ব্যাট হাতে ফর্মে না থাকলেও লিটনের অন্তর্ভূক্তির পেছনে অবদান রেখেছে তার উইকেটকিপিং দক্ষতা। বিশ্বকাপ দলে থাক দুই উইকেটকিপারের একজন তিনিই। এমনটাই বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

জিম্বাবুয়ে সিরিজে উইকেটের পেছনে সুযোগ পেয়েছিলেন জাকের আলী। তবে তাকে খুব বেশি আত্মবিশ্বাসী মনে হয়নি। অর্থ্যাৎ লিটন বিশ্বকাপেও দলের ভরসা।

মিরপুরে আজ বুধবার (১৫ মে) বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর গণমাধ্যমের সামনে বিশ্বকাপ দল নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শোনান দলের সম্ভাবনার কথাও।

সেখানেই প্রশ্ন উঠেছিল দলে লিটনের অন্তর্ভূক্তি নিয়েও। দলে লিটনের অন্তর্ভূক্তি নিয়ে শান্ত বলেন, ‘আমরা সবাই জানি, লিটন আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদিও সাম্প্রতিক কয়েকটা সিরিজ খুব একটা ভালো যায়নি। এমনটা প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে হতে পারে বলে আমি বিশ্বাস করি। কিন্তু শেষ মুহূর্তে আমরা কেউই চাইনি একটা নতুন খেলোয়াড় টিমে হঠাৎ করে চলে আসুক। যে নতুন খেলোয়াড়টা আসবে, এ রকম একটা বড় ইভেন্টে খেলাটা তার জন্য কঠিন হবে। সে জন্য আমরা অভিজ্ঞতাটাকে এখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব লিটন ভালো কিছুই করবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন