হোম অন্যান্যলাইফস্টাইল লিচুর লেমোনেড বানানোর রেসিপি জেনে নিন

লিচুর লেমোনেড বানানোর রেসিপি জেনে নিন

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

অনলাইন ডেস্ক:

গ্রীষ্মের রসালো ফল লিচু চলে এসেছে বাজারে। গরমের সময় প্রাণ ঠান্ডা করা লেমোনেড বানিয়ে ফেলতে পারেন লিচু দিয়ে। জেনে নিন কীভাবে বানাবেন।

একটি পাত্রে বিচি ছাড়ানো লিচু নিন ৭/৮টি। একটি লেবুর রস চিপে দিন। আরও দিন দুই/তিনটি পুদিনা পাতা। এবার সবকিছু ম্যাশার দিয়ে থেঁতো করে নিন। মিশ্রণটি দুটি আলাদা গ্লাসে ঢালুন। বরফের টুকরা, লেবুর স্লাইস, স্বাদ মতো সুগার সিরাপ দিন। সবশেষে ঠান্ডা সোডা ওয়াটার ঢেলে পুর্ন করে নিন গ্লাস। পরিবেশন করুন মজাদার লিচুর লেমোনেড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন