হোম আন্তর্জাতিক লাস ভেগাসে শেষ হলো ৪২তম বঙ্গ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নানা আয়োজনে শেষ হলো ৪২তম বঙ্গ সম্মেলন। তিন দিনের এ সম্মেলনে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, ফ্যাশনসহ ছিল বিভিন্ন আয়োজন।

সম্মেলনের শেষ দিনে তুলে ধরা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের গৌরবগাথা স্বাধীনতার ইতিহাস। এ উৎসবে ভারতগৌরব ও বাংলাদেশের গুণী তারকাসহ হাজারো বাঙালি অংশ নেন।

সৌহার্দ ও সম্প্রীতির অনন্য বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হলো দুই বাংলার বাংলা ভাষাভাষী বাঙালির মিলনমেলা বঙ্গ সম্মেলন। শেষ দিনেও ছিল নানা আয়োজন।

বুধবার (৬ জুলাই) বিকেলে সম্মেলনের বাংলাদেশ আউটরিচের সমন্বয়কারী হাসানুজ্জামান সাকীর গ্রন্থনা ও পরিকল্পনায় এবং অ্যানি ফেরদৌসের নৃত্য নির্দেশনায় ‘জয় বাংলা’ গীতি নৃত্যনাট্যে পারফর্ম করেন নিউইয়র্কের বাংলাদেশি নৃত্যশিল্পীরা। খাইরুল ইসলাম পাখি ও সাদিয়া খন্দকারের ধারা বর্ণনায় পরিবেশিত জয় বাংলা গীতি নৃত্যনাট্যে উপস্থাপন করা হয় বাংলাদেশকে। প্রায় ঘণ্টাব্যাপী গীতি নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরা হয় মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। নৃত্যনাট্যের শেষাংশে, জাতীয় সংগীতে কণ্ঠ মেলান রেজোয়ানা চৌধুরী বন্যা, গুণী চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম, আলোকচিত্রশিল্পী মুনিরা মোরশেদ মুন্নি, অভিনেতা মীর সাব্বির, অভিনেতা ইমনসহ সবাই। প্রথমবারের মতো বঙ্গ সম্মেলনে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উপস্থাপন করার পাশাপাশি এবারের সম্মেলনের চেয়ারম্যান হিসেবে সিলেটে জন্মগ্রহণ করা বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক কেপিসি গ্রুপের চেয়ারম্যান ড. কালী প্রদীপ চৌধুরীর দায়িত্ব পালন ছিল বাংলাদেশিদের বড় সাফল্য।

পরে এক ‘মিউজিক্যাল ড্রামা’ কনসার্টে সুরের ঝংকারে ও নাচের মধ্য রাত পর্যন্ত দর্শক মাতান বলিউডের জনপ্রিয় গায়ক জুটি সালিম-সোলাইমান ও তার দল। এর আগে তিন দিনের সম্মেলনে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা, কলতাকার ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শোভন গাঙ্গুলি, পৌষালী ব্যানার্জি, শ্রেয়া গুহঠাকুরতা, তীর্থ ভট্টাচার্য, শালিনী মুখার্জি, ত্রিজয় দে, মেখলা দাসগুপ্ত প্রমুখ।

সম্মেলনের আয়োজক ও বিশিষ্টজনরা জানান তাদের নানা অনুভূতির কথা জানান।

বঙ্গ সম্মেলনের ইমেরিটাস চেয়ারম্যান প্রবীর রায় বলেন, ‘আশা করি আপনাদের নিয়ে অনেক বছর এই বঙ্গ সম্মেলন চালিয়ে নিতে পারব। আপনাদের ধন্যবাদ।’ ভারতের সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে একটা নির্ভেজাল শ্রোতার দল আছে। তারা আমার গান ভালোবেসেছে।’

৪২তম বঙ্গ সম্মেলনের শেষদিনে মঞ্চে পার্থসারথি মুখোপাধ্যায়ের হাতে বাটন তুলে দেন এবারের আহ্বায়ক মিলন আওন। ২০২৩ সালে নিউ জার্সির আটলান্টিক সিটিতে ৭ থেকে ৯ জুলাই হবে পরবর্তী নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন