হোম ফিচার লাশ দাফন করে লাশ হয়ে বাড়িতে ফিরলেন আনসার

নিজস্ব প্রতিনিধি :

বেয়াই বাড়িতে গিয়ে আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরা সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আনাসার সরদার(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আনসার যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়ি এলাকার বাসিন্দা।

বুধবার বেলা ২টার দিকে পাটকেলঘাটা -কেশবপুর সড়কের বকশি গ্রামের ইট ভাটার সামনে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

পাটকেলঘাটা থানা উপ-পরিদর্শক জর্তিময় মন্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সকালে পাটকেলঘাটা থানার মনোহর গ্রামের বেয়াই একোব্বর সর্দারের বাড়িতে আত্মীয় মৃত্যুর খবর শুনে যান আনসার সরদার । দুপুরে লাশ দাফন করে কুমিরা থেকে বাস যোগে বাড়িতে ফিরছিলেন তিনি।

এ সময় পথিমধ্যে কুমিরা ইউনিয়নের বকশি গ্রামের ইটভাটা সামনে তাকে গাড়িতে থেকে নামিয়ে দেয় হেলপার। ওই সময় তিনি বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

তিনি আরো জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করে নিয়ে গেছে। তবে চালক হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন