হোম জাতীয় লাশ উদ্ধার হওয়া স্থানে মিলল মাথার খুলি!

জাতীয় ডেস্ক :

নেত্রকোনার কেন্দুয়ার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। গত ১৯ অক্টোবর মাথাবিহীন পলিথিনে মোড়ানো অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের পর বুধবার (২০ অক্টোবর) একই স্থান থেকে একটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে।

তবে এটি সেই অজ্ঞাতপরিচয় লাশের মাথা কিনা তা বলতে পারছে না পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি কাজী শাহনেওয়াজের খবরে কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাইদ আফ্রাদ সরেজমিন পরিদর্শনে গিয়েছেন।

পুলিশ জানায়, জেলার কেন্দুয়া থানার পুলিশ উপজেলার গন্ডা ও গড়াডোবা ইউনিয়নের কাঁটালি খালে জেলেরা মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মাথার খুলি দেখতে পায়। বিষয়টি থানায় জানালে বুধবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ গিয়ে মাথার খুলিটি উদ্ধার করে। এর আগে চলতি বছরের গত ১৯ আগস্ট একই ইউনিয়নের নোপাই বিল থেকে কাপড় এবং পলিথিনে মোড়ানো মাথাবিহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, যে মাথার খুলিটি উদ্ধার করা হয়েছে, সেটি (১৯ আগস্ট) উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির কি না তা জানতে সিআইডিতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার পর জানা যাবে আসলে মাথার খুলিটি অজ্ঞাতনামা ব্যক্তির না, অন্য কারো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে যে স্থান থেকে মাথাবিহীন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। সেই স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাঁটালি খাল নাম স্থান থেকে বুধবার মাথার খুলিটি উদ্ধার করা হয়েছে। খুলিতে কোন মাংসপিণ্ড নেই। সবটাই হাড়ের। বিলে গত কয়েকদিন আগেওে খুলি পাওয়া স্থানের ওপর পর্যন্ত পানি ছিলো। শুকনো মওসুম আসতে থাকায় পানি নিচে চলে যাচ্ছে।

স্থানীয়দের ধারণা, হয়তো উদ্ধার হওয়া মানুষের মাথার খুলিটি সেই মাথাবিহীন অজ্ঞাতনামা ব্যক্তিরই হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন