হোম রাজনীতি লালমনিরহাটে জাপাসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে ৩টি আসনে প্রার্থী রইলেন ১৮ জন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, লালমনিরহাটের ৫টি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে জেলায় মোট ৩টি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থীকে চূড়ান্ত বৈধ ঘোষণা করা হয়। তার মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী রইলেন ১৮ জন।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিবুল হক বসুনিয়া ও জাকের পার্টির মো. মানিকুর রহমান।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন ও মুসলিম লীগের প্রার্থী মো. বাদশা মিয়া।

লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি হলেন জাকের পার্টির মনোনীত প্রার্থী সকিউজ্জামান মিয়া।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, লালমনিরহাটের ৩টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ১৮ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন