নিজস্ব প্রতিনিধি :
দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড় শেখ নুর আহম্মদ লাল্টুর হার্ডওয়ার দোকান এলাকায় বায়তুল হামদ্ জামে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) থানাঘাটা মোড় শেখ নুর আহম্মদ লাল্টুর হার্ডওয়ার দোকান এলাকায় এ নতুৃন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন আলহাজ্ব মো. আজিজুল ইসলাম, আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্ডওয়ার ব্যবসায়ী শেখ নুর আহম্মদ লাল্টু, মীর জাহাঙ্গীর হোসেন, মীর নুরুজ্জামান, মীর ইদ্রিস আলী, আলহাজ্ব গোলাম রসুল, মো. সামছুল ইসলাম ও আব্দুল জলিল প্রমুখ। ৯শতক জমির উপর নর্মিাণ হতে যাচ্ছে এ মসজিদ। বেইজ ঢালাইয়ের মাধ্যমে এ নতুন মসজিদ নির্মিত হতে যাচ্ছে। এসময় এলাকার মুসুল্লী ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।