হোম জাতীয় লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করল ছেলে

জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুত্রের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা লিল মিয়া (৭৫) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে জসিমকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, লিল মিয়ার ছেলে জসিম প্রায় ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তাকে বিয়ে করালেও দীর্ঘদিন আগে স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়।

‘সোমবার দুপুরে লিল মিয়া জমিতে পাট কাটতে যান। এ সময় জসিমকে পাট কাটায় সহযোগিতা করতে বলেন বাবা লিল মিয়া। এ নিয়ে তার ছেলের সঙ্গে লিল মিয়ার বাকবিতণ্ডা হয়। এরই জেরে বাড়ি থেকে ধান ভাঙার লাঠি দিয়ে জসিম তার বাবা লিল মিয়ার মাথায় আঘাত করেন। এসময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লিল মিয়ার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ছেলে জসিমকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন