হোম অন্যান্যসারাদেশ লাচিপায় নৌবাহিনীর অভিযানে ১৩ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ। 

লাচিপায় নৌবাহিনীর অভিযানে ১৩ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ। 

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে রামনাবাদ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে কারেন্ট ও সুতার জাল জব্দ করে। বাংলাদেশ নৌবাহিনীর  কমান্ডার মোঃ ইউসুফ এর নেতৃত্বে ২৪শে অক্টোবর  ভোর ৫টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৩হাজার মিটার জাল জব্দ করেন,যার মধ্যে কারেন্ট জাল ৮হাজার মিটার ও লাইলোন সুতার জাল ৫হাজার মিটার।
শনিবার  সন্ধ্যা ৭টায় গলাচিপা লঞ্চঘাটে   উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)মোঃ নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, নৌবাহিনীর কমান্ডার মোঃ ইউসুফ,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, গণমাধ্যমকর্মীবৃন্দ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই ১৩ হাজার  জাল পুরিয়ে ফেলা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন