হোম অর্থ ও বাণিজ্য লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই, লাখ টাকা জরিমানা

বাণিজ্য ডেস্ক :

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার সময় বিএসটিআই’কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুর এ আলম। এ সময় ১ লাখ টাকা জরিমানাসহ একটি সেমাই কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানাটির লাইসেন্সও ছিল না।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৬টি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানাসহ একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও কারখানার জব্দকৃত ২০০ কেজি সেমাই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম সময় সংবাদকে বলেন, উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় বেশ কয়েকটি সেমাই কারখানা রয়েছে, যারা লাইসেন্সবিহীন সেমাই তৈরি করে আসছিল। গোপন তথ্যর ভিত্তিতে রংপুর বিএসটিআই’র দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এসময় লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির সময় ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও ১টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে।

এ বিষয়ে রংপুর বিএসটিআই’র ইন্সপেক্টর মেজবাহুল হাসান বলেন, রমজান মাস উপলক্ষে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআয়ের অভিযান চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) হিলিতে অভিযান চালানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন