অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক প্রভাবশালী মন্ত্রী ও নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। ভারত-যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা। এছাড়া অনেকের অবস্থান অজানা।
সম্প্রতি যুক্তরাজ্যে একসঙ্গে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক পলাতক প্রভাবশালী নেতাকে।
জানা গেছে, লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শকসারিতে ছিলেন আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে। তাদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে।
সেখানে ছিলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
রোববার ইস্ট লন্ডনের ইম্প্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয়। সেখানে মোবাইলে বক্তব্য দেন শেখ হাসিনা।