হোম অন্যান্যসারাদেশ লঞ্চে অগ্নিকান্ড : পঞ্চম দিনে আরও একজনের লাশ উদ্ধার,সদর থানায় মামলা দায়ের

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে মঙ্গলবার সকালে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছর হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা।এ নিয়ে ঝালকাঠিতে মোট ৩৯টি লাশ উদ্ধার হয়েছে।

মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাÐের ঘটনায় মঙ্গলবার পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকান্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধ্যান চালাচ্ছে।

এদিকে, যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় আজ ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে এমভি অভিযান-১০ এর মালিক হামজালাল শেখ ও লঞ্চেরে স্টাফসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনেকে আসামি করা হয়েছে। স্বজনহারা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন