ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে লখপুর ইউনিয়ন ও পিলজংগ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: আলিবুদ্দিন শেখ, সাধারন সম্পাদক পদে মো: শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে বশির উদ্দীন সেতু নির্বাচিত হয়েছেন।
এছাড়া পিলজংগ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরদার বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক পদে মো: ফরহাদ হোসেন জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ মিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে। এদিন তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।