হোম অন্যান্যসারাদেশ লখপুর ইবিএল এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

ফকিরহাটে লখপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন সালমান প্লাজার নিচের ইর্স্টান ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন হয়েছে। মেসার্স সালেহা এন্টারপ্রাইজ এর আয়োজনে ৬ই জানুয়ারী দুপুর ১২টায় উক্ত এজেন্ট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শরিফ উদ্দিন মিঠু।

অতিথি মহোদয়েরা তাদের বক্তব্যে বলেন উক্ত ইর্স্টান এজেন্ট ব্যাংকের সেবা এ অঞ্চলের মানুষের দূর্ভোগ অনেকাংশে লাঘব হবে । উপস্থিত ব্যাবসায়ী সকলে বলেন আমাদের গ্রাম অঞ্চলে মানুষের সেবা দেওয়ার জন্য ইবিএল কর্মকর্তাদের স্বাগতম ও অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ জাহিদ চৌধুরী হেড অফ চ্যানেল ব্যাংকিং,মোঃ মশিউল হক হেড অফ এজেন্ট ব্যাংকিং,মোঃ সেলিম শেখ প্যানেল চেয়ারম্যান লখপুর ইউপি পরিষদ,মোঃ রিজাউল ইসলাম এজেন্ট ম্যানেজমেন্ট।

মেসার্স সালেহা এন্টারপ্রাইজ ব্যাংকিং এর পক্ষে সঞ্চালন করেন মোঃ সুমন রহমান এমসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ও ব্যাবসায়ী বৃন্দ প্রমূখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন