হোম অন্যান্যসাহিত্য লকডাউনের মানেটা কি?

লকডাউনের মানেটা কি?

সংকল্প ডেস্ক :

সুভাষ চৌধুরী

লক ডাউনের লকটি কই
কীরও কোনো হদিস নেই।
ডাউন আছে তো আপ নেই
মানে কি তবে লকডাউনের।
লক যদি হয় তালা
থাকতেই হবে চাবি।
ডাউন থাকলে রেল গাড়িটার
আপতো থাকা চাই ।
কেমনতর লকডাউন
মাথামুন্ডু নেই যার।
ডিকশনারি ভুল লিখেছে
পন্ডিতরা যা বলেছে।
ভাংরে ভাং লকগুলো সব
রেল চলবে আকাশ পাতাল।
মানুষ যেমন বাজারঘাটে
চলছে ফ্রী গায়ে গায়ে।
জরিমানায় পায়ে ধরে
কান ধরে ওঠবস করে।
একই ঘরে বাপ মা
ছেলে মেয়ে নাতি পুতি ।
গাড়িতে কেনো ঝগড়াঝাটি
রাস্তায় এসে দূরত্ব মানা
সে কি এতোই সহজ।
তাইতো বলি সকাল বিকেল
বস্তা বস্তা করোনা ধরো
ভ্যাকসিন দিয়ে কাবু করো।
ভয় ক’রোনা করোনারে
ঝাঁটা দিয়ে খেদাও তারে।
সব সময় মাস্ক পরো
স্বাস্থ্যবিধি মেনে চলো।
গরম পানির ভাপ নাও
গোলমরিচের চা খাও
গরম মশলা চিবিয়ে খাও।
দেখবে কোভিড দুর হয়েছে
লক খুলেছে চাবি।
আপ ডাউনে চলছে দ্যাখো
বাংলার রেল গাড়ি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন