হোম জাতীয় র‍্যাবের ‘রোবাস্ট প্যাট্রল’ সিলেটে

জাতীয় ডেস্ক:

সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব)-৯ এবার যুক্ত হয়েছে ‘রোবাস্ট প্যাট্রল’। বিশেষ এ ‘অপারেশন’ ঈদ পরবর্তী সময়ে সিলেট অঞ্চলে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে বেশ সহায়তা করবে বলে মনে করছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বৃহস্পতিবার (০৬ জুলাই) জানান, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সব সময়ই অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‍্যাব। অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এ বাহিনী। অপরাধ দমনে এবার র‍্যাব-৯ এর নিরাপত্তাব্যবস্থায় যুক্ত হয়েছে ‘রোবাস্ট প্যাট্রল’।

তিনি আরও জানান, এটি গতানুগতিক টহলের চাইতে আরও শক্তিশালী। তাই বিশেষ এ টহলের নাম দেয়া হয়েছে ‘রোবাস্ট প্যাট্রল’। টহলের পাশাপাশি এসব ‘রোবাস্ট প্যাট্রল’ টিম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাবে।

সিলেট বিভাগের চার জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় র‍্যাব-৯ এর ‘রোবাস্ট প্যাট্রল’ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন