হোম অন্যান্যসারাদেশ র‍্যাবের অভিযানে জাল টাকাসহ দুই যুবক গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

জাল টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১১আগস্ট) সন্ধ্যায় চরফ্যাশন থানায় র‍্যাব-৮এর ভোলা ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) এনামুল বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেছেন।

সূত্রে জানা যায়, ৫০হাজার টাকার জাল নোট দিয়ে এক তরুণকে ফাঁসাতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিউটি অফিসার এসআই প্রবোধ দাস।

তিনি জানান উপজেলার আসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আলীগাঁও গ্রাম থেকে আবুল বাসার তালুকদারের ছেলে হেলাল তালুকদার (৩৫) ও ভোলা সদর উপজেলার পুর্ব ইলিশা ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে দুলাল (৩০) কে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ভোররাতে র‍্যাব-৮ এর অতিরিক্ত এএসপি রাজিব ফোরকান এর নেতৃত্বে আলীগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে। এসময় ৫০০ টাকার ২০ টি জাল নোট ও ৪০ টি ১০০০ টাকার নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয় বলে র‍্যাব এর ভোলা ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) এনামুল এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন