জাতীয় ডেস্ক:
রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে চলছে উচ্চপর্যায়ের বৈঠক।
রোববার (১১ জুন) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বৈঠকে অংশ নিয়েছেন জাতিসংঘের প্রতিনিধি, চীন, সৌদি আরব, ইরান, মিশর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানের রাষ্ট্রদূতসহ বিশ্ব খাদ্য কর্মসূচি ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) ঊর্ধ্বতন কর্মকর্তারা৷
মিয়ানমারে ২০১৭ সালে সংঘটিত গণহত্যা এবং নৃশংস সামরিক দমনপীড়নের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে বার বার আলোচনা হলেও মিয়ানমারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।