হোম জাতীয় রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৪

জাতীয় ডেস্ক :

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে এপিবিএন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এপিবিএনের দাবি, গ্রেফতাররা মামলার এজাহারভুক্ত আসামি। তারা হলেন- ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহমেদের ছেলে রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে ব্লকরেইডসহ নানা কৌশলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহার নামীয় ৪ আসামিকে আটকের পর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। অপর আসামিদেরও গ্রেফতারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

গত ১৫ অক্টোবর রাতে ক্যাম্পে হেড মাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন