খেলাধূলা ডেস্ক:
চলতি বছরের ৩০ অক্টোবর ঘোষিত হবে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। চার মাসেরও বেশি সময় বাকি থাকলেও এখন থেকেই এই পুরস্কার নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। সাবেক থেকে শুরু করে বর্তমান তারকারা অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন ব্যালন ডি’অর প্রসঙ্গে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি এবং আর্লিং হলান্ড। একজন দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, আরেকজন ম্যানচেস্টার সিটির ট্রেবল জেতানোর নায়ক। দুজনেরই এই পুরস্কার জেতার সম্ভাবনা আছে ভালোভাবেই। তবে ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদো নাজারিও ঝুঁকছেন মেসির দিকে।
ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো। ব্যালন ডি’অরের পুরস্কারটা তিনবার গেছে তার হাতেও। তাই কিংবদন্তির কদরটা ভালোভাবেই করতে জানেন ব্রাজিলিয়ান সাবেক তারকা। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার তারকা মেসির পক্ষেই গেলেন তিনি। তার মতে, মেসি বিশ্বকাপ জয়টাই বড় অর্জন। তাই ব্যালন ডি’অরটা তারই পাওয়া উচিত।
কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব আসরে ৭ ম্যাচে ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে গোল্ডেন বলের পুরস্কারও জিতেছেন তিনিই। পিএসজির জার্সিতে ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ানও জিতেছেন তিনি। তবে শুধু বিশ্বকাপ জয়ের অর্জনের কারণেই মেসির ব্যালন ডি’অর জেতা উচিত বলে মনে করেন রোনালদো, ‘ব্যালন ডি’অর মেসির প্রাপ্য। আমার মতে সে-ই জিতবে। সে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ জিতেছে।’
রোনালদো মেসিকে এগিয়ে রাখলেও, হলান্ড প্রস্তুত টক্কর দিতে। ব্যালন ডি’অরের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্যালেন্ডার হিসেবের পরিবর্তে মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে দেয়া হবে ব্যালন ডি’অর। গেল বছরের পহেলা অগাস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেয়া হবে।
সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছেন হলান্ড। সব মিলিয়ে মৌসুমজুড়ে ৫৩ গোল আর ৯টি অ্যাসিস্ট আছে নরওয়েজিয়ান গোল মেশিনের। দলকে ঐতিহাসিক ট্রেবল জেতাতে ভূমিকা রেখেছেন সামনে থেকে। এছাড়াও জিতেছেন বেশকিছু ব্যক্তিগত পুরস্কার। মেসিকে টেক্কা দিতে এ পরিসংখ্যানকে যথেষ্ট বলাই যায়!
একটা রীতি অবশ্য মেসিকে কিছুটা হলেও পিছিয়ে রাখছে। গেল তিনটি বিশ্বকাপে শিরোপাজয়ী দলের কোনো খেলোয়াড়ের হাতে ওঠেনি ব্যালন ডি’অর। ২০১০ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। এটা নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল। ক্লাবের হয়ে ৬০ গোল করলেও জিতেছিলেন শুধু লা লিগা ট্রফি। বিশ্বকাপেও ছিলেন ফ্লপ। অন্যদিকে ইন্টার মিলানকে ট্রেবল ও নেদারল্যান্ডসকে বিশ্বকাপে রানার্সআপ করিয়েও ব্যালন ডি’অরের তালিকায় চতুর্থ হয়েছিলেন ডাচ ফুটবলার ওয়েসলি স্নাইডার।