হোম ফিচার রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাজপথে থাকার প্রত্যয় ছাত্রলীগের

রাজনীতি ডেস্ক:

রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো- তাও শেখ হাসিনার জন্য রাজপথে থাকার প্রত্যয় প্রকাশ করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, আমরা দল মত নির্বিশেষে শেখ হাসিনার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, গণতন্ত্রের পক্ষে থাকবো। শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

রোববার (৩০ জুলাই) বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আঘাত এলে মায়ের সন্তানরা বসে থাকবে না জানিয়ে সাদ্দাম বলেন, আমাদের একজন মা রয়েছেন, যিনি শেখ হাসিনা। কিন্তু মায়ের সন্তানদের নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে। আঘাত এলে মায়ের সন্তানরা বসে থাকবে না। তারাও পাল্টা আঘাত করতে জানে।

এসময় ছাত্রলীগের সব নেতাকর্মীকে সজাগ থাকার নির্দেশ দেন সভাপতি। বলেন, দেশবিরোধী চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকতে হবে।

সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা দেখতে পারছি, আমাদের জীবনকে দুধভাত মনে করে আমাদের ওপর হামলা করছে বিএনপি। এর মাধ্যমে প্রমাণিত হয়, তারা সন্ত্রাসী সংগঠন। বাংলার মাটিতে তাদের কোন স্থান হবে না। দেশের মানুষ আর তাদের চায় না।

‘বাইরে থেকে নির্দেশনা দেয়া হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে পুরস্কৃত করা হবে। তাই তারা ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ ধ্বংস করতে চায়,’ যোগ করেন এই ছাত্রলীগ নেতা।

তত্ত্বাবধায়ক সরকারকে ‘রেসিপি অব ডিজাস্টার’ উল্লেখ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ফর্মূলা আর দেশের মানুষ চায় না। এই ফর্মূলা চোরের মায়ের বড় গলা আগে বলা হতো বুঝানোর জন্য যে, চোর তারেকের মা’র গলা বড়। কিন্তু এখন বলা হয়, চোরের মহাসচিবের বড় গলা। মির্জা ফখরুল নামে একজন শিক্ষক হলেও তিনি দুর্নীতিবাজ, রাজাকারদের দালাল হিসেবে কাজ করছেন।’

বিদেশিরা আমাদের ভাগ্য নির্ধারণ করবে- এটা কি আমাদের জন্য সম্মানজনক? কখনোই না। আমাদের আত্মমর্যাদা নিয়ে কেউ মশকরা করবে তা হয় না। আমরাই আমাদের ভাগ্য নির্ধারণ করবো, বলেন সাদ্দাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন