বাণিজ্য ডেস্ক:
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে নিজ দেশের নাগরিক এবং অভিবাসীদের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সবসময় প্রচেষ্টা চালিয়ে আসছে কুয়েত সরকার।
রমজান মাস সামনে রেখে কুয়েতের বিভিন্ন মার্কেটে আটা, ময়দা, ডাল, চাল, তেল, চিনি, ফল, দুধ, পানীয়, খেজুরসহ রমজান মাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেয়া হয়। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে বিভিন্ন মার্কেটে তা নিয়ে রীতিমত চলে প্রতিযোগিতা।
তবে এবছর রমজানে দুম্বার দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
স্থানীয়ভাবে উৎপাদনে দুর্বলতা, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ঘাটতিসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলি সেনাবাহিনীর হামলা, নতুন করে পাকিস্তানে ইরানের হামলাসহ বিভিন্ন দেশ থেকে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে দুম্বার এই মূল্যবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
তবে কুয়েত সরকারের তদারকির কারণে মূল্যবৃদ্ধি হবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। ভেড়া জবাই এবং প্রক্রিয়াকরণসহ পশুসম্পদ ব্যবসার সঙ্গে জড়িতরা রমজানের আগে দাম কমানোর আশা প্রকাশ করেন।