হোম জাতীয় রোড ইন্স‌পেক্টর‌কে মারধরের অভি‌যো‌গ, পাল্টাপাল্টি বিক্ষোভ

জাতীয় ডেস্ক :

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের রোড ইন্স‌পেক্টর‌কে মারধরের অভি‌যো‌গ তুলে ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্ল‌বের বিরু‌দ্ধে বি‌ক্ষোভ করেছে সিটির কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৪ এপ্রিল) বিকেল ৩টা থে‌কে বিভাগীয় গণগ্রন্থাগারের সাম‌নে ২০নং ওয়ার্ড কাউন্সিল‌রের কার্যালয় ঘেরাও ক‌রে সড়ক অব‌রোধের পর বি‌ক্ষোভ করে তারা।

এ সময় কর‌পো‌রেশ‌নের ময়লার গা‌ড়ি দি‌য়ে সড়‌কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর প্রতিবাদে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুকের অনুসারী কাউন্সিলর বিপ্লবসহ ১০ কাউন্সি‌লর ও তা‌দের অনুসারীরা।

ত‌বে কাউন্সিলর বিপ্লব বল‌ছেন, তার বিরু‌দ্ধে ষড়যন্ত্র ক‌রে মেয়র সা‌দিক আব্দুল্লাহ এসব করা‌চ্ছেন। এদি‌কে কাউন্সিলর বিপ্লব তার অনুসারীদের নি‌য়ে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রে।

সি‌টি কর‌পো‌রেশ‌নের ২০নং ওয়া‌র্ডের রোড ইন্স‌পেক্টর রাজীব হো‌সেন খান ব‌লেন, এক‌টি ভব‌নের প্ল্যান চেক কর‌তে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমা‌কে ফোন দি‌য়ে নানা কথা ব‌লে হোসাইনিয়া মাদরাসায় ডে‌কে নেয়। এরপর আট‌কে আমা‌কে মারধর ক‌রে আর বলে, কেন আমি তা‌কে না ব‌লে প্ল্যান চেক করতে গে‌ছি। এরপর অন্য স্টাফরা এসে আমা‌কে উদ্ধার ক‌রে। বিক্ষুব্ধ স্টাফরা এরপর কাউন্সিলর বিপ্ল‌বের বিচার দাবিতে বি‌ক্ষোভ শুরু ক‌‌রে।

নগর ভবনের এমএমএস মুজিবুর রহমান অভিযোগ করেন, কিছুদিন আগে তাকে মারধর করেছেন কাউন্সিলর বিপ্লব।

এসব বিষ‌য়ে কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ব‌লেন, আমার ওয়া‌র্ডে একটা কাজ কর‌তে আস‌বে সেটা আমি জা‌নি না। আমার কাউন্সিল কার্যালয়ের সব স্টাফ নি‌য়ে গে‌ছে মেয়র সা‌দিক আব্দুল্লাহ। আমি শুধু ওই স্টাফ‌কে ডে‌কে এনে জিজ্ঞেস ক‌রে‌ছি। আমার অফিস ঘেরাও ক‌রে তারা বি‌ক্ষোভ কর‌ছে। এখন আমি ষড়য‌ন্ত্রের বিচার দাবিতে ১০ জন কাউন্সিলর নি‌য়ে ঢাকা ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করেছি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন