হোম আন্তর্জাতিক রেসলিং থেকে ট্রাম্প প্রশাসনের শিক্ষামন্ত্রী

রেসলিং থেকে ট্রাম্প প্রশাসনের শিক্ষামন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 6 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রানজিশন টিমের কো–চেয়ার লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। বুধবার এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের-ডব্লিউডব্লিউই সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সাথে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তুলেছেন।

বিবৃতিতে ট্রাম্প ট্রানজিশন টিমের কো-চেয়ার হিসাবে লিন্ডা ম্যাকমোহনের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, ম্যাকমোহন ‘দুর্দান্ত’ কাজ করছেন।

ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবেও প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন।

‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ এর ধারণাটি হলো- আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ে সব পরিবারকে সমান সুযোগ দেয়া হবে। বিবৃতিতে ট্রাম্প আরও বলেন, শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে আনা হবে এবং লিন্ডা সেই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।

মেডিকেয়ারের প্রধান হলেন মেহমেত ওজ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের জন্য স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের জন্য তত্ত্বাবধানকারী বাছাই করেছেন।

বিশাল এই সংস্থার জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক মেহমেত ওজের নাম মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
ট্রাম্পের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়রের সাথে ভালো কাজ করবেন ওজ।

প্রতি বছর ১৫ কোটির বেশি আমেরিকানকে স্বাস্থ্যসেবা প্রদান করে মেডিকেয়ার এবং মেডিকেইড। এর আগে, ওজন কমানোর ওষুধ এবং কোভিড-১৯ মহামারির দিনগুলোতে এর নিরাময় হিসাবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দেয়ার জন্য ড. মেহমেত ওজের তীব্র সমালোচনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন