কালিঘঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার একমাত্র কমিউনিটি রেডিও নলতা এফএমএ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে রেডিও টকশো অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় অগ্রগতির সংস্থার আয়োজনে ও দি কাটার সেন্টার ও ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় তৃণমূল পর্যায় তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কমিউনিটির এর মাধ্যমে আরটিআই আইন বিষয়ে রেডিও টক শো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম, কালিগঞ্জ উপজেলা আরটিআই সেল এর সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা তথ্য আপা ভারপ্রাপ্ত রাবিয়া বরসি, অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।
অনুষ্ঠানটি উপস্থনার দায়িত্বে ছিলেন রেডিও নলতার প্রযোজক মামুন হোসেন। অনুষ্ঠানটি সরাসরি রেডিও প্রচারের সময় শ্রোতাগন ফোন কলের মাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশ্ন করলে আলোচকবৃন্দরা উত্তর দেন।
s