হোম অন্যান্যসারাদেশ রেজাল্ট ভালো করে প্রথম গিটার পেয়েছিলেন আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক :

কারও কাছ থেকে গিটার না শেখা আইয়ুব বাচ্চু ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক। তাঁর প্রিয় গিটারের তালিকায় নাম আছে ইবনেজ ও জেমস গিটারের।

তবে আইয়ুব বাচ্চু প্রথম গিটার পেয়েছিলেন তাঁর বাবার কাছ থেকে; পরীক্ষায় রেজাল্ট ভালো করে। এনটিভির ‘আমার গিটার’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের গিটার নিয়ে পাগলামির গল্প শুনিয়েছিলেন আইয়ুব বাচ্চু।

তানিয়া হোসেইনের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু নিজের গিটারের গল্পে বলেছিলেন, ‘আমার প্রথম গিটার আমার বাবা দিয়েছেন। দাম খুবই কম ছিল। আমার আব্বা আমার সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছিল, সম্ভবত ফাইভ থেকে সিক্সে—তুমি যদি রেজাল্ট ভালো করো, তোমাকে একটা গিটার কিনে দেব। তার পর আমার গিটার কেনা হয়ে গেছে। তখন আমি নিজেই গিটার চিনি না, কিন্তু আমার শখ হচ্ছে গিটার হিরো হব, গিটার বাজাবই আমি। পরে গিটারটা আমি কোথায় হারালাম, আমি জানি না।’

বাংলা গানের কিংবদন্তি গায়ক, গীতিকার, সুরকার ও গিটারবাদক আইয়ুব বাচ্চুর ৫৯তম জন্মবার্ষিকী আজ। ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে সকাল ৯টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চু না ফেরার দেশে পাড়ি জমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন