বাণিজ্য ডেস্ক :
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার পরও নিজেদের অবস্থান ধরে রেখেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি গ্যাজপ্রম। সম্প্রতি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের রেকর্ড পরিমাণ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।
গ্যাজপ্রম জানিয়েছে, চলতি সপ্তাহে প্রতিটি শেয়ারের বিপরীতে কোম্পানিটি ৫১ দশমিক শূন্য ৩ রুবল পরিমাণ লভ্যাংশ দেবে। এটি মূলত চলতি বছরের প্রথম ছয় মাসের মুনাফার ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে।
গ্যাজপ্রমের দেয়া তথ্য থেকে জানা যায়, চলতি সপ্তাহে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের মোট ১ ট্রিলিয়ন রুবল (প্রায় ২০ বিলিয়ন ডলার) মূল্যমানের লভ্যাংশ দেবে, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
চলতি বছরের আগস্টে গ্যাজপ্রম জানিয়েছিল, ব্যাপক লাভ হওয়ায় কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের মুনাফার পরিমাণ বাড়াবে। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, মোট মুনাফার ৫০ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে ভাগ করে দেয়ার পরিকল্পনা আছে তাদের।
যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই বড় রকমের ধাক্কা খায় গ্যাজপ্রম। ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত শেয়ারবাজারে টিকে থাকতে রীতিমতো দক্ষযজ্ঞ করতে হয়েছে গ্যাজপ্রমকে। জুলাইতে গ্যাজপ্রম বলেছিল, তারা শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেবে না।
কিন্তু দু-মাসের মাথায় চিত্র পাল্টে যায়। মুখ থুবড়ে পড়া গ্যাজপ্রম ইউরোপে নিজেদের নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বন্ধ করে দিয়ে ও বেশি মূল্যে নিজ মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করে ঘুরে দাঁড়িয়েছে। যেখানে অনেকেই ভেবেছিল নিষেধাজ্ঞায় রাশিয়ার এ গ্যাস কোম্পানিটির টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ, সেখানে গ্যাজপ্রমই এখন ইউরোপিয়ানদের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে।
