হোম খেলাধুলা রেকর্ড দামে এমবাপ্পেকে দলে টানছে রিয়াল

খেলাধূলা ডেস্ক:

গত মৌসুমেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে আলোচনা হয়েছিল বেশ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করেও শেষমেশ পিএসজিতেই চুক্তি নবায়ন করেন ফরাসি এ তারকা। জানা গিয়েছিল, কৈশোরের পছন্দের ক্লাবকে এমবাপ্পের না করে দেয়ার পেছনে রাজনৈতিক চাপ ছিল।

পিএসজির হয়ে আরও একটি মৌসুম শেষ করেছেন এমবাপ্পে। গত কয়েক মৌসুমের মতো এবারও লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। তবে মেসি-নেইমার কিংবা এমবাপ্পের মতো তারকাদের নিয়েও চ্যাম্পিয়ন্স লিগে করুণ চিত্র দলটির।

ফরাসি ক্লাবটির এই অবস্থা দেখে এমবাপ্পেকে একটি চ্যাম্পিয়ন ক্লাবে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেসি। ফরাসি তারকার মা ও তাকে রিয়াল মাদ্রিদে দেখতে চান। সে কারণেই হয়তো ২০২৪ সালের পর পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।

তবে পিএসজি বলছে, এক মৌসুম পর ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ার কোন সুযোগ নেই। হয় চুক্তি নবায়ন করো, না হয় পথ দেখো। ওই নতুন পথই বেছে নিতে হচ্ছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে।

দলবদলের জনপ্রিয় গণমাধ্যম ট্রান্সফার নিউজ লাইভ জানাচ্ছে, এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে পিএসজি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি ও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাকি এ বিষয়ে আলাপ-আলোচনাও এগিয়ে নিয়েছেন।

পিএসজি কমিউনিটির বরাত গণমাধ্যমটি আরও জানিয়েছে, রেকর্ড পরিমান অর্থে এমবাপ্পেকে রিয়ালে নিয়ে আসছেন পেরেজ। ফরাসি তারকাকে কিনতে ২৫০ মিলিয়ন খরচা করবে ক্লাবটি। এর মধ্যে ২০০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি। প্রতিবেদন অনুযায়ী, চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরো পারফরম্যান্স বোনাসের কথাও উল্লেখ থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন