হোম খেলাধুলা রেকর্ডের দ্বারপ্রান্তে জোকোভিচ

খেলাধূলা ডেস্ক:

ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডের মুখোমুখি হচ্ছে নোভাক জোকোভিচ। প্যারিসের ফিলিপ শাত্রিয়ে কোর্টে মাঠে নামবেন এই দুই তারকা।

রোববার (১১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এই ম্যাচে জিতলেই রেকর্ড গড়বেন জোকোভিচ। ফ্রেঞ্চ কোর্টের রাজা রাফায়েল নাদালকে পেছনে ফেলে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতার হাতছানি সার্বিয়ান তারকার সামনে।

তবে জোকোভিচকে মোকাবিলা করতে প্রস্তুত ক্যাসপার রুড। ফরাসি ওপেনের গেল আসরেও ফাইনাল খেলেছে এই নরওয়েজিয়ান টেনিস তারকা। সেবার রাফায়েল নাদালের কাছে হেরে স্বপ্ন ভাঙ্গে তার।

এই আসরে শিরোপা জিততে মরিয়া তিনি। এর আগে জোকোভিচের সঙ্গে চার দেখার একটিতেও জয় পাননি ক্যাসপার। তাই ফেবারিট হয়েই কোর্টে নামছেন জোকোভিচ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন