ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন বর্তমান সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি লালনের বিকল্প নাই। শেখ হাসিনা সরকার জাতি, ধর্ম, বর্ণ বির্নিশেষে সর্বপরি অসাম্প্রদায়িক ভাবে দেশ পরিচালনা অব্যাহত রেখেছে। এ কারনে এ সরকারের আমলে এ দেশের সর্বস্তরের মানুষ সুখে, শান্তিতে এবং নিরাপদে বসবাস করছে। আসন্ন দূর্গাপূজার আনন্দ হিন্দু, মুসলিম ভাগাভাগি করে পূজা উদযাপন করতে হবে।
তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন একজন অসাম্প্রদায়িক দেশ প্রেমিক। এ কারনে তার সময়ে দেশের মানুষ যেমন নিরাপদে ছিল ঠিক তেমনি বর্তমান শেখ হাসিনা সরকারের সময়ও দেশের মানুষ নিরাপদে আছে। শারদীয় দূর্গাপূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য তিনি এসময় বিদ্যুৎ বিভাগকে আহবান করেন। এমপি সালাম মূর্শেদী জুম কনফারেন্সের মধ্যমে বৃহস্পতিবার সকাল ১০ টায় রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ন ভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, টিএসবি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির। সভায় বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সহ সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, ভোলানাথ রায়, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, গোপাল চন্দ্র মন্ডল, আশিষ কুমার রায়, পলাশ সাহা জগ, লিটন বিশ^াস খোকন, কৃষ্ণ পদ পাল, সুব্রত বাকচী, পিন্টু গোপাল দে, মাধুরী সরকার, তপন রায় চৌধুরী, মিহির কুমার মুখার্জী, উৎপল দত্ত, উজ্জল কুমার রুদ্র, চিত্ত রঞ্জন সেন, বিনয় কৃষ্ণ সরকার, ব্রজেন্দ্রনাথ দাস প্রমুখ। এরপর এমপি সালাম মূর্শেদী ৩০ জন প্রতিবন্ধীর মাঝে ৩০ টি হুইল চেয়ার এবং ২০ টি হেয়ার মেশিন বিতরণ করেন।