রূপসা (খুলনা) :
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী বলেছেন, বর্তমান সরকার বৃক্ষ রোপনের মধ্য দিয়ে দেশকে সবুজ শ্যামলে রুপান্তরিত করবে। তিনি বলেন, বিগত সরকার দেশের উন্নয়নের নামে লুটপাট এবং ধ্বংসের রাজনীতি বেছে নিয়েছিল। কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি মানুষের খাদ্য বস্ত সহ মৌলিক চাহিদা পূরনে অগ্রনী ভূমিকা পালন করছে। তিনি বলেন করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমান সরকার যুগান্তরকারী পদক্ষেপ হাতে নিয়েছেন।
তিনি ১১ জুলাই সকালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগ আয়োজিত দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন কালে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল, ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আক্তার আলী,
বিনয় কৃষ্ণ হালদার, মইন উদ্দিন, সোহেল জুনায়েদ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক দীনবন্ধু বর্দ্ধন, দেবদুলাল বারুই বাপ্পি, আশিকুজ্জামান তানভীর, দেলোয়ার হোসেন, অমিয় অধিকারী, খায়রুল বাসার, রুদ্রনীল হালদার শুভ, আক্তারুজ্জামান লিমু, তাপস বিশ্বাস, আজিজুর রহমান, রুবেল ইসলাম, হিরন আহম্মেদ, সালাউদ্দিন, রহমত আলী প্রমুখ। এ্যাড. সুজিত উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে বৃক্ষরোপন করেন।