খুলনা অফিস :
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইউসুফ মাসুদ এর নির্দেশনায় “নারী ও শিশুর প্রতি আর কোনরুপ সহিংসতা নয়, আসুন ভালোবাসা আর সম্প্রীতির একটি নিরাপদ সমাজ গড়ি আমাদের নারী ও শিশুর জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি সারাদেশে নারী নির্যাতন, নারী ধর্ষন ও শিশু নির্যাতনের প্রতিবাদে গত ১৯ অক্টোবর পৃথকভাবে রূপসা উপজেলার আইচগাতী ও নৈহাটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে নারীদের নিয়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার।
উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত আইচগাতী ইউনিয়ন পরিষদ ও নৈহাটি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, রিনা পারভীন, মমতাহেনা জোসনা, আর্চনা বিশ্বাস, মুক্তিযোদ্ধা বজলুর রশিদ আজাদ প্রমুখ