অনলাইন ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত সাত জনকে ঢাকা মেডিকেলে আনা হয়। এর মধ্যে শংকর নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের শরীরের ৮০ থেকে ৮৫ ভাগ পুড়ে গেছে। দগ্ধরা হলেন- জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াছিন (৩৫), লিয়ন (২০), আলমগীর (৩৩)।’