হোম অন্যান্যশিক্ষা রুয়েটের সামনে রাবি শিক্ষককে মারধরের অভিযোগ

রুয়েটের সামনে রাবি শিক্ষককে মারধরের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

শিক্ষা ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সৈয়দ আলী রেজা অপুকে গাড়ি থেকে নামিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই ঘটনা ঘটে।

এদিন রাতেই নগরীর মতিহার থানায় দুজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক অপু।

আসামিরা হলেন, মৃত তসলিম উদ্দিনের ছেলে মিনহাজ আবেদীন (৩৯) ও মো. মোশাররফ হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। তাদের দুইজনের বাড়ি রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন অধ্যাপক সৈয়দ আলী রেজা অপু। গাড়িটি রুয়েটের মিষ্টিবাড়ি হোটেলের সামনে পৌঁছালে দুই যুবক মোটরসাইকেল থামিয়ে তাকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আলী রেজা অপু গাড়ি থেকে বের হলে হঠাৎ তার মুখে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

এসময় শিক্ষক অপু তাদের ধাওয়া করে মোটরসাইকেলের নম্বর প্লেট দেখতে গেলে একজন পালিয়ে যায় আর আরেকজন আবারও তাকে মারধর করে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক বলেন, এ ঘটনার পেছনে কারা আছে, কোনো মৌলবাদী দল যুক্ত আছে কি না তা খতিয়ে দেখার বিষয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ বলেন, ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা করেছেন। আমরা রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছি। অপরজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন