হোম আন্তর্জাতিক রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পশ্চিমাঞ্চলের কালিনিনগ্রাদে যুদ্ধবিমান এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা দুজন পাইলট নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) দেশটির সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আরটি নিউজের।

এক বিবৃতিতে দেশটির পশ্চিমা সামরিক জেলা বলেছে, শনিবার (১২ আগস্ট) কালিনিনগ্রাদে অঞ্চলে প্রশিক্ষণের সময় এসইউ-৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

কর্মকর্তারা আরও বলেন, বিমানটিতে সে সময় কোনো গোলাবারুদ ছিল না। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

১৯৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নে এসইউ-৩০ যুদ্ধবিমান তৈরি করা হয়। এরপর ১৯৯২ সালে দেশটির পরিষেবাতে বিমানটি যুক্ত হয়। এটি একটি জেনারেশন ৪+মাল্টিরোল ফাইটার জেট, যা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা জগতে বিস্তার লাভের জন্য বিমানটির ডিজাইন করা হয়েছে।

রুশ বিমানবাহিনী ছাড়াও বিমানটি চীন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও আলজেরিয়া ব্যবহার করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন