আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষেও অনুমোদন পেল ইউক্রেনের চার অঞ্চল একীভূতকরণ চুক্তি। মঙ্গলবার (৪ অক্টোবর) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া ও খেরসনকে রাশিয়া ফেডারেশনের অন্তর্ভুক্ত করার পক্ষে অনুমোদন দেয় পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল। খবর আরটির।
এর আগে ইউক্রেনের ওই চারটি অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা। সোমবার (৩ অক্টোবর) ডুমায় এক ভোটাভুটির মাধ্যমে অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে একীভূতকরণের আইনি বৈধতা দেন আইনপ্রণেতারা।
ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর করা চুক্তি বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এর মধ্যেই রুশ বাহিনীর দখলে থাকা গুরুত্বপূর্ণ শহর লিমান পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া–এই চার অঞ্চলকে রুশ ভূখণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত ঘোষণা করে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট পুতিন।
এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউক্রেনের চার অঞ্চলের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করেন তিনি। রোববার (২ অক্টোবর) এ চুক্তি রুশ ফেডারেশনের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে এর বৈধতা দেন দেশটির সাংবিধানিক আদালত।
তবে ওই চারটি অঞ্চলকে নিজেদের সীমানায় অন্তর্ভুক্ত করলেও সেগুলোর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না রাশিয়া। রুশ বাহিনীর প্রতিরক্ষা ভেঙে কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সেনাদের এই অগ্রগতির বিষয়টি স্বীকার করেছে মস্কো।
