বাগেরহাট প্রতিনিধিঃ
রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি আনকা সান,
বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট’র খুলনার ম্যানেজার সাধন কুমার জানান, গত ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে এ মালামাল নিয়ে ছেড়ে আসে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ এম,ভি আনকা সান। এরপর শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে এই জাহাজটি।
জাহাজটিতে ১হাজার ৭২৭ মেট্টিক টন মেশিনারী পণ্য রয়েছে। পণ্য খালাস শেষে এই পণ্যগুলো সড়কপথে পৌঁছে দেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প স্থানে।
রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের সকল মালামাল মোংলা বন্দরের মাধ্যমে আমদানী করা হয়েছে বলে জানান, শিপিং এজেন্ট।