হোম অন্যান্যসারাদেশ রুপগঞ্জে অগ্নিকান্ডে চরফ্যাসনের নিহতদের পরিবারের পাশে এমপি জ্যাকব
চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে চরফ্যাসনের নিহত সাত যুবকের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে নিহত সাত যুবকের বাড়ি গিয়ে এ অর্থ সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এসময় এমপি জ্যাকব বলেন, নারায়নগঞ্জের রূপগঞ্জে জুস ফেক্টরিতে অগ্নিকান্ডে শ্রমিকদের প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। শ্রমিকরা দেশের সম্পদ। তাঁরা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। ফেক্টরি কর্তৃপক্ষকে অবশ্যই অগ্নিকান্ডে নিহতের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
নিহতদের ঘটনায় তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অতিতেও শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের ন্যয্য দাবি আদায় করেছে বর্তমানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মজলুম খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থেকে শ্রমিকদের উন্নয়নে বহুমূখি কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপিসহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন