হোম জাতীয় রুটি বানানোর পিঁড়িতে ইয়াবা পাচার, আটক ২

জাতীয় ডেস্ক:

রুটি বানানোর পিঁড়ির ভেতর বিশেষ কায়দায় ইয়াবা পরিবহনের সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার (১৯ জুন) রাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের রামপুরে এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল, কিছু মাদক ব্যবসায়ী ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার ওপর ইয়াবাসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় এক নারী ও এক পুরুষ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি করে র‌্যাব। তল্লাশিতে একটি প্লাস্টিকের বস্তায় রুটি বানানো পিঁড়ির ভেতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী ও কুমিল্লাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহণকারীদের কাছে বিক্রি করে আসছে।’

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা বলে জানায় এ র‌্যাব কর্মকর্তা।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন